
স্পোর্টস ডেস্ক : আট দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর সবশেষ আসর। এরপরই শোনা গিয়েছিল, নতুন আসরে আইপিএলে দলের সংখ্যা আরও দুইটি বাড়ছে। সেটাই বাস্তবে ঘটতে চলেছে। আইপিএলে আগামী আসরে যুক্ত হবে নতুন দুটি দল। সেই নতুন দুই দলের একটি দল কিনতে মরিয়া নামধারী বড় বড় শিল্প-প্রতিষ্ঠান ও ব্যক্তিরা। তাদের মধ্যে আছেন বলিউডের সুপারস্টার দম্পতি দীপিকা পাড়ুকোন ও রনবীর সিং।
আইপিএলের নতুন দুটি দল ঘোষণা করা হবে আগামী ২৫ অক্টোবর। এই দুই ফ্র্যাঞ্চাইজির মালিক হতে প্রতিদ্বন্দ্বিতা চলছে বাঘা বাঘা গ্রুপ ও প্রতিষ্ঠানের। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ গ্লেজার পরিবার আইপিএলের নতুন দুই ফ্র্যাঞ্চাইজির একটির মালিক হতে চায়। সেই দৌড়ে আছে আদানি গ্রুপ, আরপি-সঞ্জিব গোয়েঙ্কা গ্রুপের মত নামজাদারা। ভারতীয় গণমাধ্যম দাবি করেছে, এই প্রতিষ্ঠানগুলোর সাথে সমানতালে টেক্কা দিচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা ও অভিনেতা রনবীর, যারা বাস্তব জীবনে স্বামী-স্ত্রী।
আইপিএলে বলিউডের স্পর্শ নতুন কিছু নয়। বলিউডের কিংবদন্তি অভিনেতা শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্সের মালিক। সেই দলের সাথে যুক্ত আছেন অভিনেত্রী জুহি চাওলাও। আরেক প্রখ্যাত অভিনেত্রী প্রীতি জিনতা পাঞ্জাব কিংসের মালিক। দীপিকা-রনবীর আইপিএলে দল পেলে তাই অবাক হওয়ার কিছুই থাকবে না।
নতুন যে দুটি দল আসবে তাদের মধ্যে আবার প্রতিদ্বন্দ্বিতা করছে ছয়টি শহর- গোয়াহাটি, রাঁচি, কটক, আহমেদাবাদ, লক্ষ্ণৌ ও ধর্মশালা। সবচেয়ে এগিয়ে আছে আহমেদাবাদ। ফ্র্যাঞ্চাইজি হওয়ার জন্য আগ্রহীরা ইতোমধ্যে ১০ লাখ রুপির ইনভাইটেশন টু টেন্ডার সংগ্রহ করেছেন। এখন অপেক্ষা শুধু চূড়ান্ত ঘোষণার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


