স্পোর্টস ডেস্ক : তিন তিনবার একই ‘ভুল’ করায় আইসিসি ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশের বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে। এর ফলে বাংলাদেশ দল যেমন বিপদে পড়েছে, তেমনি ঝামেলায় পড়েছে সাকিবের আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদ। তার মতো একইসঙ্গে স্পেশালিস্ট বোলার আর স্পেশালিস্ট ব্যাটসম্যান আরেকটি পাওয়া যাবে না। কিন্তু বিকল্প তো বের করতেই হবে। জানা গেছে, পাঁচ ক্রিকেটারকে নিয়ে ভাবছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি।
মাহমুদউল্লাহ: ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ। টি টোয়েন্টি ম্যাচ খেলার ভালো অভিজ্ঞতা রয়েছে তার। ব্যাট ও বল হাতে সম্প্রতি ভালো পারফরম্যান্সও করেছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে মাহমুদউল্লাহর স্ট্রাইক রেট ১২০। ৯৯টি উইকেট তার ঝুলিতে। এতেই বোঝা যাচ্ছে, অল-রাউন্ডার হিসেবে মাহমুদউল্লাহ যে কোনো দলকে নির্ভরতা দিতে পারেন। সাকিব ঠিক এই কাজটাই করতেন।
মোজেস হেনরিকে : ২০০৯ সালের আইপিএলে প্রথমবার দেখা গিয়েছিল মোজেস হেনরিকেকে। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। সে বার হেনরিকে চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। গতবারের আইপিএল নিলামে কিংস ইলেভেন পঞ্জাব নিয়েছিল হেনরিকেকে। টপ অর্ডারে ব্যাট করতে নামেন তিনি। নিউ সাউথ ওয়েলসের এই অল-রাউন্ডার সিম বোলিং করতে পারেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আগেও খেলেছেন তিনি। ফলে পুরনো দলে ফিরতেই পারেন হেনরিকে।
ক্রিস ওকস : সাকিবের পরিবর্ত হিসেবে সানরাইজার্স নিতেই পারে ক্রিস ওকসকে। আইপিএলে দুই মৌসুমে (২০১৭, ২০১৮) ২৫টি উইকেট নিয়েছেন তিনি। হায়দরাবাদের সম্পদ হতে পারেন ওকস। নতুন বলে শুরু করতে পারেন তিনি। ইনিংসের শেষের দিকেও বল করতে দক্ষ। বড় শটও মারতে পারেন। টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানরা তো বড় শটই খেলে থাকেন। পরের দিকে নেমে ইংল্যান্ডের হয়ে দ্রুত রানও করেছেন কয়েকটি ম্যাচে। ফলে সাকিবের জায়গায় তাকে নিতেই পারে সানরাইজার্স।
জেমস নিশাম : বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে কিউই অল-রাউন্ডারের। গত এক বছরে নিশাম নিজেকে নিয়ে গিয়েছেন অন্য এক উচ্চতায়। টি-টোয়েন্টি ক্রিকেটে তার স্ট্রাইক রেটও বেশ ভালো। খুব সহজেই বোলারকে উড়িয়ে ফেলতে পারেন গ্যালারিতে। বল হাতেও তিনি দক্ষ। সাকিব চলে যাওয়ায় একজন বিদেশি অল-রাউন্ডারের দরকার সানরাইজার্সের। কিউয়ি ক্রিকেটারকে সানরাইজার্সের জার্সি পরে খেলতে দেখা যেতেই পারে।
গ্লেন ম্যাক্সওয়েল : বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত গ্লেন ম্যাক্সওয়েল। তিনি চলতে শুরু করলে যে কোনো কঠিন টার্গেটই খুব সহজ বলে মনে হয়। গতবার নিলাম থেকে নাম তুলে নিয়েছিলেন ম্যাক্সওয়েল। নিজের ক্রিকেটে নজর দেবেন বলেই অজি ক্রিকেটার নিজেকে সরিয়ে নিয়েছিলেন। বলটাও করতে পারেন তিনি। ম্যাক্সওয়েলকে যে কোনও ফ্র্যাঞ্চাইজিই দলে নিতে চাইবে। তবে সদ্য পাওয়া খবরে জানা গেছে, মানসিক সমস্যায় অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিশ্রামে গেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।