টি-টোয়েন্টি ক্রিকেট হলো রানের খেলা। যেখানে বোলারদের তুলনায় ব্যাটসম্যানদের আধিপত্যই বেশি থাকে। তাইতো ফরম্যাটটি ব্যাটসম্যান-সহায়ক বলেই পরিচিত। প্রায় সব জায়গায় ওভারে একটি বাউন্সার বা শর্ট পিচড ডেলিভারির সুযোগ থাকলেও এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে চালু করা হয়েছে নতুন নিয়ম। যেখানে ওভার প্রতি দুটি বাউন্সার করতে পারছেন বোলাররা। নতুন এ নিয়মকে স্বাভাবিকভাবেই স্বাগত জানাচ্ছেন বোলাররা, এর পক্ষে কথা বলেছেন ব্যাটসম্যানরাও।
এই বিষয়ে রাজস্থান রয়্যালস পেসার সন্দীপ শর্মা বলেছেন, এর মাধ্যমে ক্রিকেট আরও বেশি অননুমেয় হয়ে উঠবে। অন্যদিকে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের ব্যাটসম্যান নিকোলাস পুরান বলছেন, এটি ভালো নিয়ম। আইপিএলে চালু করার আগে ভারতের ঘরোয়া অন্য টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুই বাউন্সারের নিয়ম সফলভাবে পরীক্ষা করে দেখা হয়েছে।
রোববার (২৪ মার্চ) লক্ষ্ণৌকে ২০ রানে হারানো ম্যাচের পর সন্দীপ এ নিয়ে সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয় বোলাররা এতে সহায়তা পাবে। আগে এমন হতো, বোলার একটা বাউন্সার করে ফেললে পরের বলগুলো কোথায় ফেলবে, তা অনুমান করে ফেলতে পারত ব্যাটসম্যানরা। এটা তাদের জন্য তুলনামূলক সহজ ছিল।’
‘কিন্তু দুটি বাউন্সার আসার পর ব্যাটসম্যানরাও ধন্দে পড়ে যাবে। কারণ বোলারের কাছে ১টি বাউন্সার অব্যবহৃত আছে।’ যুক্ত করেন সন্দীপ
এ নিয়মের পক্ষে কথা বলেছেন রাজস্থানের বিপক্ষে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলা পুরানও। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এ অধিনায়ক বলেন, ‘ভালো নিয়ম। বিশেষ করে নতুন ব্যাটসম্যানের জন্য এটি কার্যকর। কেউ যদি শর্ট বল পছন্দ না করে থাকে, তাহলে তাকে দুটি বাউন্সার দিয়ে নড়বড়ে করে দিতে পারেন।’
তবে এ কৌশল সফলভাবে বাস্তবায়নের ক্ষেত্রে সতর্ক থাকার কথাও বলেছেন পুরান, ‘আমাদের এবং বোলারদের কিন্তু হোমওয়ার্ক করে আসতে হবে। কারণ, কিছু ব্যাটসম্যান আছে, যারা আবার শর্ট বল পছন্দ করে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।