স্পোর্টস ডেস্ক: ইনজুরির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ থেকে ছিটকে গেছেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার ভুবনেশ্বর কুমার।
গেল শুক্রবার (২ অক্টোবর) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন ভুবি। আর তার বিকল্প হিসেবে এরই মধ্যে পৃথ্বী রাজ ইয়ারাকে দলে ভিড়িয়েছে হায়দরাবাদ।
এ বছর হায়দরাবাদের হয়ে আইপিএল শুরুর চার ম্যাচেই খেলেছেন ভুবনেশ্বর। উইকেট নিয়েছেন তিনটি। তবে বোলিংয়ে দারুণ কিপটে ছিলেন ভারতীয় এই পেসার। সংযুক্ত আরব আমিরাতে যেখানে হচ্ছে রান বন্যা। সেখানে ৬.৯৮ গড়ে বোলিং করেছেন তিনি।
ভুবনেশ্বর কুমারের ইনজুরি অবশ্য নতুন নয়। তারপরও হায়দরাবাদের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ২০১৮ আসরে তিনি ইনজুরির কারণে খেলতে পারেননি ১৭ ম্যাচের ৫টিতে। এছাড়া ইনজুরির কারণে ওই বছর ভারতের হয়ে বেশ কিছু ম্যাচ মিস করেছেন তিনি।
অন্যদিকে ভুবনেশ্বরের বিকল্প হিসেবে হায়দরাবাদের দলে আসা পৃথ্বী রাজ ২২ বছর বয়সী বাঁ-হাতি পেসার। গত বছর তিনি ছিলেন কলকাতা নাইট রাইডার্সের দলে। তবে মৌসুমে শেষে নাইটরা তাকে ছেড়ে দেয়।
প্রসঙ্গত, হায়দরাবাদের বিপক্ষে আইপিএলের অভিষেক ম্যাচ খেলেন পৃথ্বী। দ্বিতীয় ম্যাচ খেলেছে কলকাতার হয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।