আপনি হয়তো অ্যাপলের পুরনো স্মার্টফোন ব্যবহার করেন অথবা সর্বশেষ আইফোন ১৪ হ্যান্ডসেট ক্রয় করেছেন। কিছু ফিচার এবং ফাংশন নিয়ে কাজ করতে পারলে এ ডিভাইস দিয়ে সবথেকে ভালো ছবি তোলা সম্ভব। এরকম সাতটি গুরুত্বপূর্ণ টিপস আজকের আর্টিকেলে শেয়ার করা হবে।
সাধারণত আইফোনে সফটওয়্যার আপডেট করার সাথে সাথে ক্যামেরা সেকশনের গুরুত্বপূর্ণ অপশন যোগ হতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে সফটওয়্যার আপডেট দিয়ে না থাকেন তাহলে এখনি তা সম্পন্ন করা উচিত।
এখন আপনি ক্যামেরা অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। এখানে ডিজিটাল জুম, রোটেশন সহ বেশ কিছু অপশন দেখতে পারবেন। আপনার উচিত হবে প্রত্যেকটি অপশন নেভিগেট করে দেখা এবং সবকয়টি ফটো মোট ট্রাই করে দেখা।
ক্যামেরার সেটিং অপশন থেকে আপনি গ্রিড লাইন ফিচারটি চালু করে নিতে পারেন। এতে করে সাবজেক্টকে আপনি কোন পাশে রাখতে চাচ্ছেন তা সহজে নিশ্চিত হতে পারবেন। তাছাড়া মিরর ফ্রন্ট ক্যামেরা, লেন্স কারেকশন, ভিউ আউটসাইড দা ফ্রেম অপশন চেষ্টা করে দেখুন।
যখন আপনি ছবি তুলবেন ওই সময়ে ফ্ল্যাশ অন থাকলে ভালো দেখাবে নাকি অফ থাকলে ভালো দেখাবে সেটা আগে পরীক্ষা করে দেখুন। আইফোনের জনপ্রিয় ’কুইক টেক’ ফিচার এর মাধ্যমে থেকেই ভিডিও ক্যাপচার করা সম্ভব।
শাটার বাটন কিছুক্ষণ হোল্ড করে রাখলেই এ ফিচারটি উপভোগ করতে পারবেন। দ্রুত অনেকগুলি ফটো ক্যাপচার করতে চাইলে সেটিং অপশন থেকে Burst ফিচারটি চালু করে নিতে পারেন। স্টুডিও কোয়ালিটি এর portrait ছবি তোলার সক্ষমতা রাখে আপনার আইফোন ডিভাইস।
এসব ছবির ইমেজ কোয়ালিটি অনেক ভালো হয়। এক্ষেত্রে ডেপথ অফ ফিল্ড কেমন হবে সেটা খেয়াল রাখবেন। এ ৭টি টিপস খেয়াল রাখলে আপনার আইফোন সবথেকে ভালো ছবি তুলতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।