ব্যবহারকারীদের আদান-প্রদান করা তথ্যের নিরাপত্তায় গোপনীয়তা সুরক্ষার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আর তাই নিজেদের মেসেজিং অ্যাপ ‘আইমেসেজ’-এ এনক্রিপশন পদ্ধতিতে বার্তা আদান-প্রদান করে থাকে অ্যাপল। কিন্তু সম্প্রতি আইওএস অপারেটিং সিস্টেমে ডিফল্ট হিসেবে যুক্ত থাকা আইমেসেজ অ্যাপে নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে।
এ নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে এরই মধ্যে আইফোন ব্যবহারকারীদের ক্ষতিকর লিংকযুক্ত ভুয়া বার্তা পাঠাচ্ছে একদল হ্যাকার। বার্তায় থাকা লিংকে ক্লিক করলেই আইফোনে ক্ষতিকর ম্যালওয়্যার প্রবেশ করছে। ফলে আইফোন ব্যবহারকারীরা সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্লিপিং কম্পিউটার।
ব্লিপিং কম্পিউটারের তথ্যমতে, আইমেসেজে থাকা নিরাপত্তাত্রুটিটি বেশ জটিল। আর তাই এই ত্রুটি কাজে লাগিয়ে অ্যাপলের ফিশিংপ্রতিরোধী সব নিরাপত্তাব্যবস্থার চোখ এড়িয়ে আইফোন ব্যবহারকারীদের কাছে ক্ষতিকর ম্যালওয়্যারের লিংকযুক্ত বার্তা পাঠানো যায়। ফলে বিস্তারিত তথ্য জানার জন্য বার্তায় থাকা লিংকে ক্লিক করলেই আইফোনে ক্ষতিকর ম্যালওয়্যার প্রবেশ করে। ফলে দূর থেকেই আইফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি সব তথ্য চুরি করতে পারে হ্যাকাররা।
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করে দিয়ে সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা জানিয়েছেন, আইমেসেজ অ্যাপে অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো বার্তার বিষয়ে সতর্ক হতে হবে। সাইবার হামলা থেকে নিরাপদে থাকতে হলে বার্তায় থাকা তথ্যের সত্যতা যাচাই করার পাশাপাশি প্রয়োজন ছাড়া লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।