আইফোনের অ্যাপল ইন্টেলিজেন্স এ যেসব চমক থাকতে পারে

অ্যাপল ইন্টেলিজেন্স

গত জুন মাসে নিজেদের ডেভেলপার সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ সুবিধা আনার ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। কিন্তু গত মাসে নতুন মডেলের আইফোন ও আইওএস ১৮ অপারেটিং সিস্টেম আনলেও অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা উন্মুক্ত করেনি অ্যাপল। তবে এবার আইফোন ব্যবহারকারীদের অপেক্ষার দিন শেষ হচ্ছে। এ মাসের মধ্যেই অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা আইফোন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্লুমবার্গ।

অ্যাপল ইন্টেলিজেন্স

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটারে অ্যাপল ইন্টেলিজেন্স যুক্ত হওয়ার অপেক্ষা শিগগিরই শেষ হবে। অক্টোবরের ২৮ তারিখে এসব যন্ত্রে অ্যাপল ইন্টেলিজেন্স যুক্ত করা হতে পারে। অ্যাপল ইন্টেলিজেন্স যুক্ত হওয়ার ফলে আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিভিন্ন সুবিধা সহজেই ব্যবহার করা যাবে।

অ্যাপল ইন্টেলিজেন্স সর্বশেষ মডেলের আইফোন ১৬ সিরিজ ছাড়াও আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সে ব্যবহার করা যাবে। পাশাপাশি এম১ চিপযুক্ত আইপ্যাড ও হালনাগাদ ম্যাকওএসে চলা ম্যাক কম্পিউটারে অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহারের সুযোগ মিলবে।

অ্যাপলের তথ্যমতে, অ্যাপল ইন্টেলিজেন্সে মূলত আইফোন, আইপ্যাড ও ম্যাক ব্যবহারকারীদের দৈনন্দিন কাজগুলোকে মেশিন লার্নিংয়ের মাধ্যমে সমন্বয় করা হয়েছে। ব্যবহারকারীদের কাজের ধরন আগে থেকেই বুঝতে পারে অ্যাপল ইন্টেলিজেন্স।

তাই অ্যাপল ইন্টেলিজেন্সে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে লেখা ও যোগাযোগকে। শুধু তা-ই নয়, ভার্চ্যুয়াল সহকারী সিরির মাধ্যমে অ্যাপল ইন্টেলিজেন্সে বিভিন্ন ধরনের কাজ করা যাবে। ফলে সিরি বর্তমানের তুলনায় আরও শক্তিশালী হবে।