জুমবাংলা ডেস্ক : কুষ্টিয়ায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোমিনুর রহমান মোমিজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে কুষ্টিয়া শহরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাংসদ সেলিম আলতাফ জর্জকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে কুমারখালী থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়।
সাংসদ সেলিম আলতাফ জর্জের সমর্থক জহিরুল ইসলাম বাদী হয়ে ওই মামলা করেন। এতে মোমিনুর রহমান মোমিজ ছাড়াও রবি রহমান ও শিমুল আহমেদ খান নামের দুইজনকে আসামি করা হয়।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, কুষ্টিয়ার কুমারখালী থানায় আইসিটি আইনের মামলায় মোমিজকে গ্রেপ্তার করা হয়েছে। সাংসদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে এই মামলা হয়েছে।
মামলার বাদী জহিরুল ইসলাম বলেন, সাংসদ সেলিম আলতাফ জর্জকে নিয়ে মানহানিকর, মিথ্যা এবং বানোয়াট তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ও শেয়ার করার অপরাধে মামলা করেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



