আইসিসি থেকে বড় সুখবর পেলেন সাকিব-নাসুম

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে সাকিব আল হাসান, নাসুম আহমেদ, লিটন দাস ও তাসকিন আহমেদের।

বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাপ্তাহিক হালনাগাদে বোলারদের র‍্যাংকিংয়ে ৮ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের। ১৭ ধাপ উন্নতি হয়েছে নাসুম আহমেদের।

সিরিজে বল হাতে দুই ম্যাচে ৪ উইকেট নেন সাকিব। তার নামের পাশে যোগ হয়েছে ৩২ রেটিং পয়েন্ট। শাহিন শাহ আফ্রিদির সমান ৬১৬ রেটিং পয়েন্ট নিয়ে ১৬-তে উঠে এসেছেন সাকিব।

দুই ম্যাচে স্রেফ ১ উইকেট পেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ ওভারে ৩৫ রান দেওয়ায় নাসুম পেয়েছেন ৫৫ রেটিং পয়েন্ট। ৫০ থেকে ৩৩ নম্বরে উঠেছেন এই বাঁহাতি স্পিনার।

সাকিবের সমান ৪ উইকেট পাওয়া তাসকিন এগিয়েছেন ৩ ধাপ। ক্যারিয়ার সেরা ৫৫৮ রেটিং নিয়ে ৩৫ থেকে ৩২ নম্বরে উঠেছেন বাংলাদেশের তারকা পেসার।

ব্যাটিংয়ে লিটন দাস এগিয়েছেন তিন ধাপ। ২১ নম্বর থেকে যৌথভাবে ১৮-তে উঠেছেন তিনি। ছয় ধাপ পিছিয়ে ২৯ নম্বরে নেমে গেছেন নাজমুল হোসেন শান্ত।

বিপাশাই বোঝে পুতুলের মনের কথা, স্নেহার সঙ্গে শ্রীতমার অন স্ক্রিন কেমেস্ট্রিটা কেমন?

অলরাউন্ডারদের মধ্যে ২৮৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরেই রয়েছেন সাকিব। দুই ম্যাচে ৩৭ রান ও ৪ উইকেটের সৌজন্যে পেয়েছেন ১৯ পয়েন্ট।