জুুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকাল থেকেই দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন মিরপুর-১০ নম্বর গোল চত্বরে।
রবিবার (৪ আগস্ট) রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরে দেখা যায়, আওয়ামী লীগের কর্মীদের জড়ো হওয়ার চিত্র। সকাল ১০টা থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে এখানে আসতে থাকেন আওয়ামী লীগের কর্মীরা।
নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, এখন পর্যন্ত মিরপুর ৭, ১২, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এসেছেন কর্মসূচি পালন করতে। তারা জানান তাদের আরো ওয়ার্ডের কর্মীরা আসবেন এখানে।
এ সময় ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল আহসান খান নিখিল জমায়েত কর্মসূচিতে অবস্থান করেন। এ সময় নেতাকর্মীরা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই….’ স্লোগান দিতে থাকেন।
সোশ্যাল মিডিয়ার গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ সেনাপ্রধানের
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।