বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : এইচএমডি গ্লোবাল গত মাসে ‘নোকিয়া সি৫ এন্ডি’ নামে নতুন স্মার্টফোনের ঘোষণা দিয়েছিল। ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে চলতি মাসের প্রথম সপ্তাহে উন্মোচন করা হয়েছে। বিশ্ববাজারে সরবরাহ শুরু হবে শিগগিরই।
আকর্ষণীয় ডিজাইনের বাজেট সাশ্রয়ী এ ডিভাইসের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন —
কাঠামো : প্লাস্টিকের কাঠামোর ডিভাইসটির বডি ডাইমেনশন ১৭১.৭ী৭৬.৭ী৮.৯ এমএম
নেটওয়ার্ক সমর্থন : জিএসএম, এইচএসপিএ, এলটিই
সিম : ডুয়াল ন্যানো
ডিসপ্লে : ৬ দশমিক ৫২ ইঞ্চি আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
ডিসপ্লে রেজল্যুশন : ৭২০ী১৬০০ পিক্সেল
ওএস : অ্যান্ড্রয়েড ১০
চিপসেট : অক্টা-কোর মিডিয়াটেক এমটি ৬৭৬২ হেলিও পি২২
মেমোরি কার্ড : মাইক্রোএসডি এক্সসি
অভ্যন্তরীণ স্টোরেজ : ৩ গিগাবাইট র্যাম সংস্করণে ৬৪
রিয়ার ক্যামেরা : ১৩, ৫ ও ২ মেগাপিক্সেলের ট্রিপল
ফ্রন্ট ক্যামেরা : ৮ মেগাপিক্সেল
কানেক্টিভিটি : ব্লুটুথ, জিপিএস, এনএফসি, রেডিও, ইউএসবি
সেন্সর : ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, অ্যাকসেলেরোমিটার, প্রোক্সিমিটি, কম্পাস, ব্যারোমিটার
ব্যাটারি : নন-রিমুভেবল লিথিয়াম-পলিমার ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার, ১০ ওয়াট চার্জিং সমর্থন
সূত্র: জিএসএম এরিনা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।