বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :২০২১ সাল জুড়ে সব নামিদামি কোম্পানিগেুলো বিভিন্ন মডেলের এবং সবশেষ প্রযুক্তির স্মার্টফোন বাজারে এনেছেন। এসব ফোনগুলোর মধ্যে বেশকিছু ব্র্যান্ডের ফোনে রয়েছে আকর্ষণীয় সব ক্যামেরা। যে ক্যামেরার কারণে স্মার্টফোনগুলো বছরজুড়ে ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা লাভ করেছে।
২০২১ সালে যেসব ফোনগুলোর মধ্যে শক্তিশালী ক্যামেরা ব্যবহার করা হয়েছে এখানে এমনই কিছু সেরা ফোন বিবার্তার পাঠকদের জন্য তুলে ধরা হলো।
আইফোন ১৩ প্রো: যদি এই বছরের সেরা ক্যামেরা ফোনের কথা বলা হয়, তাহলে এই ফোনটি রয়েছে ১ নম্বরে। এতে একটি নতুন ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে যা ছবির জন্য ৪৭% এর বেশি আলো ক্যাপচার করতে পারে। কোম্পানি এতে ১.৭ ইউএম সেন্সর পিক্সেল ও এফ/১.৬ অ্যাপারচারসহ সেন্সর শিফট অপটিক্যাল স্ট্যাবিলাইজেশনও দিয়েছে এই ফোনে। এর নাইট মোড খুব দ্রুত কাজ করে।
স্যামসাং গ্যালাক্সি এস২১ আল্ট্রা: এই ফোনে একটি ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনে দেওয়া হয়েছে একটি কোয়াড ক্যামেরা সেটআপ। যার মধ্যে সেকেন্ডারি ক্যামেরাটি ১২ মেগাপিক্সেলের। এতে একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। তৃতীয় ক্যামেরাটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। যাতে রয়েছে থ্রি এক্স জুম। এতে আপনি পাবেন ১০ মেগাপিক্সেলের চতুর্থ ক্যামেরা। ক্যামেরাটিতে রয়েছে ১০০ এক্স জুম ফিচার।
আইফোন ১৩: ফোনটিতে একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা পাবেন। এতে রয়েছে এফ/২.৪ অ্যাপারচার। এই ফোনের ক্যামেরার প্লাস পয়েন্ট এর সিনেম্যাটিক ভিডিও মোড। এই রাক ফোকাস সাপোর্ট করে। এই ফোন দিয়ে আপনি একটি সিনেমাও তৈরি করতে পারেন। সিনেম্যাটিক মোডে ক্যামেরা নিজেই ফোকাস করা শুরু করে ও বিষয় অনুযায়ী ডিফোকাস করে।
স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা: এই স্মার্টফোনে একটি বিশেষ ক্যামেরা দিয়েছে স্যামসাং। এই স্মার্টফোনের পিছনের প্যানেলে প্রাইমারি ক্যামেরা ১০৮ মেগাপিক্সেলের। এতে এটি ৫এক্স অপটিক্যাল জুম রয়েছে। স্মার্টফোনে সেলফি তোলার জন্য ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়েছে কোম্পানি।
গুগল পিক্সেল ৬ প্রো: এই ফোনের পিছনের প্যানেলে পাবেন ট্রিপল ক্যামেরা সেট-আপ। প্রাথমিক ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের। এটি ২.৫ এক্স বেশি আলো ক্যাপচার করতে পারে। সেকেন্ডারি ক্যামেরা ১২ মেগাপিক্সেলের। এছাড়াও রয়েছে ৪৮ মেগাপিক্সেলের থার্ড সেন্সর। এই ক্য়ামেরা ২০এক্স সুপার রেজলিউশন জুম সাপোর্ট করে।
হুয়াওয়ে মেট ৪০ প্রো: হুয়াওয়ের এই ফোনে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। ডিভাইসটিতে তিনটি ক্যামেরা সেন্সর সহ আপনি ১০এক্স অপটিক্যাল জুম পাবেন। এফ/৪.৪ অ্যাপারচার সহ একটি ৮ মেগাপিক্সেল সুপারজুম ক্যামেরা রয়েছে এই ফোনে। এর পিছনে একটি থ্রিডি ডেপথ সেন্সিং ক্যামেরাও রয়েছে।
ওয়ানপ্লাস ৯ প্রো: ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস ৯ প্রোতে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের প্রাথমিক ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ৮ মেগাপিক্সেল লেন্স দেওয়া হয়েছে। এগুলো ছাড়াও ফোনে একটি ২ মেগাপিক্সেল লেন্স রয়েছে। ভিডিও কলিংয়ের জন্য ফোনে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.