Xiaomi 13 Ultra স্মার্টফোন সম্পর্কে তথ্য প্রকাশ করেছে কোম্পানির সিইও লে জুন। এ বছরের নভেম্বরে স্মার্টফোনটি বাজারে রিলিজ হতে পারে।
শাওমি তাদের পরবর্তী আলট্রা স্মার্টফোন দিয়ে মার্কেট কাঁপাতে প্রস্তুতি নিচ্ছে। টুইটারে কোম্পানির সিইও নতুন স্মার্টফোন বিষয়ে ঘোষণা দিয়েছেন। কোয়ালকম স্ন্যাপড্রাগন এর শক্তিশালী চিপসেট এর মাধ্যমে স্মার্টফোনটি পরিচালিত হবে।
শাওমি তাদের পরবর্তী প্রিমিয়াম স্মার্টফোনটি বিশ্বব্যাপী রিলিজ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন সম্পর্কে কোন ঘোষণা না আসলেও ধারণা করেছে এটি শাওমি ১৩ আলট্রা মডেল হতে যাচ্ছে।
এ বছরের জুলাই মাসে 12 Ultra হ্যান্ডসেটটি বাজারে রিলিজ করে। তবে এটি শুধু চীনের মার্কেটে উন্মোচন করা হয়েছিল। বিশ্বের সব মার্কেটে বের করা হয়নি। Xiaomi 13 এবং 13 Pro স্মার্টফোনে SM8550 চিপসেট ব্যবহার করা হয়েছিল।
Xiaomi 13 Ultra হ্যান্ডসেটে সিরামিকের ব্যাক প্যানেল ব্যবহার করা হবে। এ বছরের নভেম্বর এ স্মার্টফোনটি বাজারে উন্মোচন করা হবে বলে আশা করা হচ্ছে।
শুর থেকেই Android 13 অপারেটিং সিস্টেম ব্যবহার করার সুযোগ থাকবে। এ মোবাইলের ডিসপ্লেতে খুবই কম বেজেল থাকবে। 2k রেজুলেশন এর ছবি বা ভিডিও উপভোগ করতে পারবেন।
আরও একটি নিউজ রিপোর্টে বলা হয় যে, শাওমি তাদের নিজস্ব IC সার্কিট ব্যবহার করবে। ফলে ১০০ ওয়াটের দ্রুত চার্জিং এর ফিচার থাকবে। একটি ব্যাটারি সেলের মাধ্যমেই এটা সম্ভব হবে।
শাওমি তাদের পরবর্তী আলট্রা স্মার্টফোনে Effective Power Management এর ব্যবস্থা থাকবে। এর আগের ভার্সনে এ ফিচার ছিলো না।
Xiaomi 12 লাইনআপের ক্যামেরার জন্য শাওমি ও লেইকার মধ্যে চুক্তি সম্পূর্ণ হওয়ার সুবিধার্থে স্মার্টফোনটির ক্যামেরায় অভূতপূর্ব উন্নতি ঘটানো হয়েছে। Xiaomi Mi 12 Ultra-র পিছনে সেকেন্ডারি ডিসপ্লের মধ্যে Leica ব্র্যান্ডিং আছে। অর্থাৎ Xiaomi 12 Ultra-র ক্যামেরা লেইকা কর্তৃক বিশেষ ভাবে অপ্টিমইজ করা হয়েছে। এর ফলে যাদের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি পছন্দ তাদের কাছে স্মার্টফোনটি জনপ্রিয়তা পেয়েছে।
Xiaomi 13 Ultra এর দাম হতে পারে ৭২ হাজার রুপি ও বাংলাদেশে ৮৫ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।