স্পোর্টস ডেস্ক: গত ৪ মার্চ না ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন। থাইল্যান্ডে গিয়েছিলেন ছুটি কাটাতে, তার আচমকা মৃত্যুর খবর তাই বিশ্বাস করাও কঠিন ছিল। তবে শেন ওয়ার্নের মৃত্যু আকস্মিক মনে করছেন না অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক চিকিৎসক পিটার ব্রাকনার। থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপের একটি ভিলাতে গত ৪ মার্চ মৃত্যু ঘটে ওয়ার্নের। তদন্ত শেষে জানা যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ মারা গেছেন ওয়ার্ন।
তবে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের একসময়ে চিকিৎসক পিটার ব্রাকনারের দৃষ্টিতে ওয়ার্নের মৃত্যু আকস্মিক নয়। আচমকা অনিয়ন্ত্রিত জীবনযাপনেই অকাল মৃত্যু হয়েছে তার।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রাকনার বলেন, ‘ওয়ার্নির যদি হৃদরোগ থেকে থাকে, তাহলে থাইল্যান্ডে রাতারাতি সেটা হয়নি। গত ২০ থেকে ৩০ বছর ধরে সে নিয়মিত ধূমপান করেছে। খাদ্যাভাসেও সমস্যা ছিল। সাথে আরও অনেক অনিয়ম করতো সে। তাই আবার বলছি, ওয়ার্নির ক্ষেত্রে আকস্মিক কিছু হয়েছে বলে আমি অন্তত মনে করি না।’
ওজন কমাতে মৃত্যুর আগে টানা ১৪ দিন শুধু তরল খাদ্য গ্রহণ করেছিলেন ওয়ার্ন। এছাড়া তার হাপানি ও বুকে ব্যাথাও ছিলো। ওয়ার্নের পরিবার জানিয়েছিলো, মৃত্যুর আগের সাত দিন হৃদযন্ত্রের সমস্যা ও হাঁপানির কষ্টে ভুগেছে ওয়ার্ন।
ওয়ার্নের মৃত্যু থেকে সকল শিক্ষা নিতে বলছেন ব্রাকনার। তিনি বলেন, ‘ওয়ার্নের মৃত্যু সবার কাছেই শিক্ষনীয় । সে ক্ষেত্রে প্রত্যেকেরই বুঝতে হবে, নিয়মিত নিজের স্বাস্থ্য পরীক্ষা করা কতটা জরুরি। কেউই এক মিনিটের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয় না। মর্মান্তিক পরিণতির দিকে ধীরে ধীরে পৌঁছায় মানুষ।’
ব্রাকনারের সাথে সুর মিলিয়ে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও ওয়ার্নের সতীর্থ ইয়ান হিলিও একই কথা বলেছিলেন। হিলি বলেছিলেন, ‘তার অসময়ে চলে যাওয়াটা আমায় অবাক করেনি। আসলে কখনও ওয়ার্নি নিজের শরীরের যত্ন নিতেন না। তাই তার শারীরিক অবস্থার ভাল-খারাপ চলতেই থাকতো।’
এদিকে, গতকাল থাইল্যান্ড থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছেছে ওয়ার্নের মৃতদেহ। আগামী ৩০ মার্চ সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) হবে ওয়ার্নের শেষকৃত্য।
১৯৬৯ সালের ১৩ সেপ্টেম্বর মেলবোর্নের ভিক্টোরিয়ায় জন্মগ্রহণ করা ওয়ার্ন দেশের হয়ে টেস্ট ১৪৫টি টেস্ট ও ১৯৪টি ওয়ানডে খেলেছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮ এবং ওয়ানডেতে ২৯৩ উইকেট শিকার করেছেন ওয়ার্ন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।