মুক্ত আকাশে ডানা মেলল ১০০ পাখি
জুমবাংলা ডেস্ক : সাভারের চাপাইন এলাকা থেকে দেশীয় জাতের বিভিন্ন প্রজাতির ১০০টি পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। পরে পাখিগুলো অবমুক্ত করা হয়।
শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে সাভারের চাপাইন পূর্বপাড়া থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর জানতে পেয়ে আগেই পালিয়ে যায় এসব পাখি সংরক্ষণে রাখা ব্যবসায়ী শাহ আলম।
ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নার্গিস সুলতানা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে দেশীয় জাতের পাখি সংরক্ষণ করে অনলাইনের মাধ্যমে বিক্রি করে আসছিল ব্যবসায়ী শাহ আলম। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাভারের চাপাইন পূর্বপাড়ায় শাহ আলমের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১০০টি দেশীয় নানা প্রজাতির পাখি উদ্ধার করা হয়।
এ ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে উদ্ধার করা পাখিগুলো অবমুক্ত করার পাশাপাশি পালিয়ে যাওয়া শাহ আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান নার্গিস সুলতানা।
রাতের ঘুম উড়িয়ে দেবে উল্লুর এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।