আকাশে যেন ঢেউয়ের ফণা তুলছে মেঘ, বিরল ঘটনার সাক্ষী হলো বিশ্ব

মেঘ

আন্তর্জাতিক ডেস্ক: সাগরতীরে একের পর এক ঢেউ আছড়ে পড়ার দৃশ্য দেখতে যেমন, প্রায় অবিকল তেমনই দৃশ্য ধরা পড়ল আকাশে। যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং অঙ্গরাজ্যের শেরিডান শহর থেকে অদূরের বিগহর্ন পর্বতমালার চূড়ার ওপরের আকাশে এ বিরল ধরনের মেঘমালা দেখা গেছে।

আকাশে মেঘের এমন গঠনকে বলা হয় কেলভিন-হেলমহোল্টজ অস্থিতিশীলতা। বাতাসের একটি অধিকতর দ্রুত প্রবাহ নিচে থেকে ওপরে উঠতে থাকা বায়ুস্তরের ওপরে উঠে গেলে মেঘের এমন গঠন তৈরি হয়।

মেঘের এ রূপের নামকরণ করা হয়েছে দুই গবেষক লর্ড কেলভিন ও হারমান ভন হেলমহোল্টজের নামে। এই দুই বিজ্ঞানীই ঘটনাটির পেছনের পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করেছিলেন।

বিচিত্র দৃশ্যটি দেখতে পাওয়া স্থানীয় বাসিন্দা র‌্যাচেল গর্ডন বলেন, ‘এটা ছিল বিশেষ কিছু। দেখেই মনে হয়েছিল, এক্ষুনি এর ছবি তুলতে হবে। ’

মেঘ
ছবি : বিবিসি

গর্ডন জানান, বাড়ির ভেতর থেকেই জানালা দিয়ে ছবিটি তোলার পর তিনি সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে দেন। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এটা এক আশ্চর্য মুহৃর্ত। আমি আনন্দিত যে ছবিটা দেখে অন্যরাও বিষয়টি উপভোগ করতে পারছে। ’

বিবিসির আবহাওয়াবিষয়ক সাংবাদিক ম্যাট টেলর ছবিগুলো তাঁর নিজের দেখা কেলভিন-হেলমহোল্টজ মেঘের সবচেয়ে চোখ-ধাঁধানো উদাহরণগুলোর মধ্যে একটি বলে আখ্যা দেন।

যুক্তরাজ্যভিত্তিক প্রকৃতিপ্রেমী সংগঠন ‘ক্লাউড অ্যাপ্রিসিয়েশন সোসাইটি’ গত মঙ্গলবারের এ দৃশ্যকে মেঘের বিচিত্র রূপ খুঁজে বেড়ানো মানুষের জন্য সেরা অভিজ্ঞতা বলে মন্তব্য করেছে।

মেঘের এমন গঠন থেকে অনুপ্রাণিত হয়েই ভিনসেন্ট ভ্যান গঘ তাঁর বিখ্যাত চিত্রকর্ম ‘স্টারি নাইট’ এঁকেছিলেন বলে অনুমান করেন অনেকে। সূত্র : বিবিসি

রানির পিরামিডে শুধু সোনা আর সোনা? গুপ্তধনের সন্ধানে গবেষকরা