আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর নেতা কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে শত্রুর আক্রমণ প্রতিরোধে ও বাণিজ্য সুনিশ্চিত রাখতে পারস্য উপসাগরীয় এলাকায় যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত। খবর এনডিটিভির
ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, ওমান ও পারস্য উপসাগরীয় এলাকার পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত। কোনও প্রকার অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে সক্রিয় আমাদের বাহিনী। সেখানে শক্তিশালী আইএনএস ক্রিকাণ্ড যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। নজরদারি চলবে আকাশপথেও।
তেহরান-ওয়াশিংটনের দ্বন্দ্বের জেরে নিরাপত্তার খাতিরে গত বছর ওমান উপসাগরীয় এলাকায় আইএনএস চেন্নাই ও আইএনএস সুনয়না নামে দু’টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছিল ভারতীয় নৌবাহিনী। পারস্য উপসাগর দিয়ে দিনে কমপক্ষে পাঁচ থেকে আটটি অশোধিত তেলের ট্যাংকার যাতায়াত করে ভারতের।
গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন বিমান হামলায় ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর নেতা কাসেম সোলাইমানিসহ অন্তত ১০ জন নিহত হন। হামলার পর থেকেই দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সোলাইমানিকে হত্যার প্রতিশোধের প্রথম ধাপ হিসেবে মঙ্গলবার দিবাগত রাতে ইরাকে দুই মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরান। এরপর বুধবার রাতে ইরাকের রাজধানী বাগদাদের কূটনৈতিক এলাকা গ্রিন জোনে ফের দুটি রকেট হামলা চালায় ইরান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।