Advertisement
আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি ১৫০টি আসন পাবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ বিকালে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
এসময় এনসিপিকে শাপলা প্রতীক দেয়ার ক্ষেত্রে ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেন পাটওয়ারী।
তিনি বলেন, ‘প্রতীক নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে। এনসিপির নিবন্ধনটা অবশ্যই শাপলা, সাদা শাপলা, লাল শাপলা যে তিনটি প্রতীকের কথা বলেছি এর মধ্যেই হতে হবে, এ থেকে আমরা সরছি না।’
সোমবার নির্বাচন কমিশনের সাথে একটি বৈঠকে অংশ নিয়েছিল এনসিপি।
ওই বৈঠক শেষে পাটওয়ারী জানান, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে এনসিপির দলীয় নিবন্ধন, প্রতীক ও প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আলোচনা হয়েছে।
বিকাশ-এ টোল পরিশোধ, নিমেষেই পার যাত্রাবাড়ি-গুলিস্তান ফ্লাইওভার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।