স্পোর্টস ডেস্ক: আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস আয়োজন নিয়ে তৈরি হয়েছে সংশয়। কারণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে করোনাভাইরাসের সংক্রমণ অনেক বেড়ে গেছে।
ইতোমধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বেশ কিছু খেলোয়াড়কে অ্যাডিলেড থেকে সরিয়ে আইসোলেশনে রাখা হয়েছে। তবে পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
দ্য টেনিস চ্যানেল-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে খেলোয়াড়দের আসার অনুমতি দিবে না ভিক্টোরিয়ার সরকার। তাতে অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে খুব বেশি সময় পাবে না খেলোয়াড়রা। ১২ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ান ওপেন শুরুর সূচি রয়েছে। এতে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ আসর শুরুর সময় পিছিয়ে দেয়ার চিন্তা ভাবনাও করছে। সেক্ষেত্রে দুই সপ্তাহ পিছিয়ে যেতে পারে আসরটি। সবকিছুই ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বোঝা যাবে।
ডিসেম্বরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি মিললেও সঠিক সময়ে টুর্নামেন্ট শুরু করা যাবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের ডিরেক্টর ক্রেগ টিলে।
ইউএস ওপেনের উদাহরণ টেনে এনে তিনি বলেন, ইউএস ওপেনের সময় নিউইয়র্কে কোয়ারেন্টিনে থেকেও অনুশীলন করেছিল খেলোয়াড়রা। এখানেও সেটি করা হবে। তবে সঠিক সময়েই আসর শুরু করা যাবে। এটা বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা। এজন্য প্রতিযোগিতাটি আয়োজনে অনেক বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।