স্পোর্টস ডেস্ক: করোনা মহামারির কারণে এক বছর পিছিয়ে গিয়েছে টোকিও অলিম্পিক। কিন্তু তারপরেও ২০২১ সালে টোকিওতে অলিম্পিক হবে কি না, তা নিয়ে ইতিবাচক কোন কথা বলেননি জাপানের ভাইরাস বিশেষজ্ঞ কেন্তারো আইয়োতা।
কোবে বিশ্ববিদ্যালয়ে সংক্রামক রোগ নিয়ে কর্মরত এই অধ্যাপকের বলেছেন, আগামী বছরও টোকিওতে অলিম্পিক হবে বলে মনে হয় না।
বিশ্বের বেশ কিছু অ্যাথলিট ও বিভিন্ন দেশের অলিম্পিক সংস্থার চাপের মুখে পড়ে গত মাসের শেষ দিকে জাপান ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এক বছর পিছিয়ে দেয় টোকিও অলিম্পিক।
কিন্তু পর্যায়ক্রমে করোনাভাইরাস অতিমারির আকার নেওয়ায় এখন প্রশ্ন উঠছে এই মারণ ভাইরাসের সংক্রমণ মুক্ত অলিম্পিক আয়োজনের জন্য এক বছর উপযুক্ত সময় কি না, সে ব্যাপারে।
সোমবার (২০ এপ্রিল) সকাল পর্যন্ত জাপানে করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ১১ হাজারের বেশি। এক সপ্তাহে সংক্রমণ ছড়িয়েছে ৩,৪১৪ জনের মধ্যে। এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৫১ জন।
আইয়োতা বলেন, এক বছর পরে অলিম্পিক আয়োজন করতে গেলে দু’টি বিষয় মাথায় রাখতে হবে। এক, জাপানে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকতে হবে। দুই, একই সঙ্গে বিশ্বের সর্বত্র এই মারণ ভাইরাসকেও নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ, বিশ্বের বিভিন্ন দেশের অ্যাথলিট যোগ দেবেন অলিম্পিক গেমসে।
তিনি আরও বলেন, জাপান হয়তো আগামী গ্রীষ্মের মধ্যে এই রোগ নিয়ন্ত্রণ করে ফেলবে। কিন্তু সেটা গোটা বিশ্বে হবে কি না তা নিয়ে আমি নিশ্চিত নই।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.