জুমবাংলা ডেস্ক : মহামারি করোনা ভাইরাসের কারণে এবার ১৮ মার্চ থেকে বন্ধ থাকবে দেশের সবস্থানে নাটক প্রদর্শনী, মহড়া ও এর কার্যক্রম। গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ ও শিল্পকলা একাডেমি সূত্রে এ তথ্য জানা গেছে।
ইতোমধ্যে আজ (১৭ মার্চ) শিল্পকলা একাডেমিতে নাটকের দল দৃশ্যকাব্যের পূর্বনির্ধারিত প্রদর্শনী বাতিল করা হয়েছে।
কামাল বায়েজিদ বলেন, ‘জনসমাগম যেন না হয়, এ জন্য মঞ্চনাটক প্রদর্শনী ও মহড়াসহ এর সব কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। সবার আগে জীবনের ঝুঁকি মোকাবেলা করতে হবে। এ জন্য পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে।’
এই বিষয়ে নির্দেশনা সংশ্লিষ্ট নাট্যদলগুলোকেও জানিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি সারা দেশের নাট্যদলগুলোকেও গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষ থেকে এই পরিস্থিতিতে নাট্য প্রদর্শনী না করার জন্য আহ্বান জানানোর কাজ চলছে।
এদিকে করোনা ভাইরাসের মহামারি ঠেকাতে দেশের সব প্রেক্ষাগৃহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল (১৬ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি নিজেদের বৈঠক শেষে এ ঘোষণা দেয়। তবে সিনে মাল্টিপ্লেক্সগুলো এর আওতার বাইরে থাকবে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel