স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে একটি চার দিনের ম্যাচ, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল (বৃহস্পতিবার) ঢাকায় আসছে আয়ারল্যাল্ড ‘এ’ দল।
তবে এই সিরিজে প্রধান কোচ টবি রেডফোর্ডকে পাচ্ছে না শিষ্যরা। শারীরিক অসুস্থতার কারণে এই ইংলিশ কোচকে বাংলাদেশে আসার অনুমতি দেননি তার চিকিৎসক। তার অনুপস্থিতিতে ইমার্জিং দলের দায়িত্ব সামলাবেন চাম্পাকা রামানায়েকে।
বৃহস্পতিবার সকালে ঢাকায় পা রাখছে আয়ারল্যান্ড ‘এ’ দল। ম্যানেজার জামাল বাবু বলেছেন, আয়ারল্যান্ডের দলটি সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় আসবে। ঢাকায় নামার পর চট্টগ্রাম চলে যাবে। সাড়ে ১১ কিংবা ১২টায় ফ্লাইট। চট্টগ্রামে তিন দিনের কোয়ারেন্টিন। ২২ ফেব্রুয়ারি থেকে তারা অনুশীলন শুরু করতে পারবে।
আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের ম্যাচে মাঠে নামবে আইরিশরা। একই ভেন্যুতে ৫, ৭, ৯ মার্চ হবে সিরিজের প্রথম তিন ওয়ানডে।
এরপর ঢাকায় ফিরে ১২ ও ১৪ মার্চ মিরপুরে হবে শেষ দুই ওয়ানডে। আর ১৭ ও ১৮ মার্চ দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে ১৯ মার্চ ঢাকা ছাড়বে আয়ারল্যান্ড ‘এ’ দল।
বাংলাদেশ ইমার্জিং দলের প্রাথমিক স্কোয়াড:
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম, শামীম পাটোয়ারী, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, শাহীন আলম, সুমন খান, নোমান চৌধুরী, রেজাউর রহমান, আমিনুল ইসলাম বিপ্লব, রাকিবুল হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।