প্রায় দেড় মাসব্যাপী বিপিএলের শেষের অপেক্ষা। ৪৬ ম্যাচের টুর্নামেন্টে বাকি আছে আর একটি ম্যাচ। ৭ দলের প্রতিযোগিতায় শিরোপার লড়াইয়ে টিকে আছে দুই দল। প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয় আসরের মতো ফাইনালে উঠেছিল ফরচুন বরিশাল।
এদিকে, দ্বিতীয় কোয়ালিফায়ারে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনালে নিশ্চিত করেছে চট্টগ্রাম। আগামীকাল (শুক্রবার) একাদশ বিপিএলের ফাইনাল মাঠে গড়াবে। শিরোপা নির্ধারণী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাশের মুখোমুখি হবে চিটাগাং। দর্শক অপেক্ষায় রয়েছে বরিশাল-চিটাগাংয়ের ফাইনালের মহারণ দেখার।
বুধবার শেষ ওভারের জয়ের জন্য চিটাগাং কিংসের প্রয়োজন ছিল ১৫ রান। মুশফিক হাসানের করা ওভারের প্রথম বলে চার মেরে কিংস ভক্তদের স্বপ্ন দেখান আরাফাত সানি। তৃতীয় বলে আলিস আল ইসলাম রিয়ার্ড হয়ে ওঠে গেলে উইকেটে এসে প্রথম বলেই বাউন্ডারি হাঁকান শরিফুল। তবে পরের বলেই আউট হয়ে যান তিনি। ফলে আবারো মাঠে নামেন আলিস। তখন সমীকরণ দাঁড়ায় এক বলে চার রানে। শেষ বলে ডিপ এক্সট্রা কভার দিয়ে চার মেরে সেই সমীকরণ মিলিয়েছেন আলিস। উঠে যান ফাইনালে চিটাগাং কিংস।
এর আগে চিটাগাংকে ৯ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট পেয়েছে ফরচুন বরিশাল। ফাইনালেও তাদের প্রতিপক্ষ চিটাগাং কিংস।
বিপিএলের গ্রুপ পর্ব এবং কোয়ালিফায়ার ও এলিমিনেটরে দিনের দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঠে গড়িয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ারও হয়েছে সন্ধ্যা সাড়ে ছ’টায়। তবে বিপিএলের ফাইনাল ম্যাচ রাখা হয়েছে সন্ধ্যা সাতটায়। আর ফাইনালের ভেন্যুও থাকছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম।
টেলিভিশনে বিপিএল ফাইনাল দেখা যাবে টি-স্পোর্টসে। এ ছাড়া অনলাইনেও টি স্পোর্টস অ্যাপসে উপভোগ করা যাবে ম্যাচ। এ ছাড়া সরাসরি মাঠে বসে খেলা দেখতে ওয়েবসাইট ও মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখা থেকে টিকিট সংগ্রহের সুযোগ থাকছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।