জুমবাংলা ডেস্ক : আগামীকালও বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী- আগামীকালসহ আরও তিনদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা আরও কমতে শুরু করবে।
আবহাওয়া অধিদপ্তর থেকে আরও জানানো হয়েছে, জানুয়ারির মাঝামাঝি ও শেষ সপ্তাহে ফের শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে।
দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত কুষ্টিয়ার কুমারখালীতে ২০ মিলি মিটার ও ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ৮ মিলি মিটার রেকর্ড করা হয়েছে। ৫ই জানুয়ারীর পর বৃষ্টির পরিমাণ কমে আসবে। এরপর দেশের ওপর দিয়ে মাঝারী থেকে তীব্র শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার কথা রয়েছে।
এদিকে, আজ পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও রংপুরে শীতবস্ত্র বিতরণ করবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।