স্পোর্টস ডেস্ক : নিজের ক্রিকেটীয় ক্যারিয়ারের শেষ সময়ে এসে সকলের কাছে কেমন ভিলেন বনে গেলেন হিরো মাশরাফি। যেন সব অর্জনই বৃথা তার। বিশ্বকাপে সাত ম্যাচে ১ উইকেট, এমন রঙহারা ম্যাশকে কেউ মাঠে দেখেনি হয়ত কখনো। ক্রিকেট পাগল জাতি তার এমন পারফরম্যান্সে সমালোচনারও কমতি রাখেনি। কানে এসেছে মাশরাফিরও। তাইতো পরিকল্পনা করেছেন এবার ২ নম্বর জার্সিটি তুলে রাখবেন তিনি। খবর : স্পোর্টসজোন২৪
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ক্রিকেটারদের দুরে থাকতে বলেছেন অধিনায়ক। তবুও যা ঘটে তার কিছুটাও তো কানে আসে অধিনায়কের। সে কারনে মঙ্গলবার ভারতের বিপক্ষে ম্যাচে হারের পর দলের সবাইকে নিয়ে বসেছিলেন মাশরাফি। অবসরের যাওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন ম্যাশ।
কেউ জানিয়েছেন, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর অবসরে যাক মাশরাফি। কিন্তু শ্রীলঙ্কার ওই সফরে যাওয়ার ব্যাপারে নাকি বিশেষ আগ্রহ নেই মাশরাফির। ক্ষয়িষ্ণু শরীরের কিছু বিশ্রাম যে প্রাপ্য।
তাই বিকল্প হিসেবে আরেকজনের ইচ্ছা ক্রিকেট বোর্ড যদি কোনো একটি দলকে দেশে এনে একটি সিরিজের ব্যবস্থা করে, তাহলে মন্দ হয় না। দেশের মাটিতে বিদায় নিতে চান সব ক্রিকেটারই, মাশরাফিও ব্যতিক্রম নন। কিন্তু ঠাসা ক্রিকেট সূচির মাঝে কোনো দলকে কি সহসা নিমন্ত্রণ করতে পারবে বিসিবি?
তাই তৃতীয় বিকল্প পাকিস্তান ম্যাচ। দেশে যদি সিরিজ আয়োজন সম্ভব না হয়, তাহলে বিশ্বকাপের শেষ ম্যাচে, সেটাও লর্ডসের মতো মাঠেই না হয় অবসর নিন মাশরাফি বিন মর্তুজা? যত দূর জানা গেছে, অধিনায়ক শুধু শুনেছেন। নিশ্চিত কোনো সিদ্ধান্তের কথা এখনো সতীর্থদের জানাননি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel