স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব স্থবির হয়ে পড়েছে। এমন সময়ে খেলার চেয়ে ছাত্র-ছাত্রীদের পড়াশুনা নিয়ে বেশি চিন্তিত ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেব।
স্পোর্টসভিত্তিক একটি সংবাদমাধ্যমকে সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে ভারতের কিংবদন্তি এ ক্রিকেটার বলেন, খেলার চেয়ে আমার বেশি চিন্তা হচ্ছে ছোট ছোট ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে। তারা স্কুল-কলেজে যেতে পারছে না। ওরাই তো আমাদের আগামীর ভবিষ্যৎ। তাই আমার কাছে মনে হয় স্কুল-কলেজ পুনরায় চালু হোক তারপর ক্রিকেট-ফুটবল চালু হবে।
১৯৮৩ সালে ভারতকে বিশ্বকাপ ট্রফি উপহার দেয়া সাবেক অধিনায়ক কপিল দেব আরও বলেন, এই কঠিন পরিস্থিতিতে খেলা নিয়ে ভাবার সুযোগ আছে?
তিনি আরও বলেন, এই কঠিনমুহূর্তে আর্থিক সহযোগিতার জন্য মন্দির ও মসজিদ কর্তৃপক্ষের এগিয়ে আসা উচিত। এটা তাদের কর্তব্য। আমরা যখন বিভিন্ন ধর্মস্থানে যাই প্রচুর অর্থদান করি। সেই টাকা দিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর এখন সহযোগিতা করা উচিত।
সূত্র: ফাস্ট ক্রিকেট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।