Advertisement
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় খল অভিনেতা পারভেজ গাঙ্গুয়া আগের চেয়ে ভালো আছেন।
এমনটি জানিয়ে অভিনেতা জায়েদ খান বলেন, ‘কাল পারভেজকে দেখতে গিয়েছিলাম হাসপাতালে। তিনি আগের চেয়ে বেশ ভালো আছেন। এখন তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।’
গত ১১ জুলাই রাত ১১টার দিকে স্ট্রোক করেন গাঙ্গুয়া। প্রথমে তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হৃদরোগে আক্রান্ত হলে তাকে সেখান থেকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
প্রায় ৪১ বছর ধরে সিনেমায় অভিনয় করেছেন খলনায়ক গাঙ্গুয়া। তিনি গাঙ্গুয়া নামে পরিচিত হলেও তার আসল নাম মোহাম্মদ পারভেজ। চিত্রনায়ক জসীমের মাধ্যমে ঢাকাই সিনেমায় পা রাখেন তিনি। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘রাজা বাবু’ তার সবশেষ সিনেমা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।