জুমবাংলা ডেস্ক: দড়ি-টানাটানি একটি মজার খেলা। বাংলাদেশের গ্রামগঞ্জে ভীষণ জনপ্রিয়তা রয়েছে এই খেলার। এতে জড়িয়ে আছে শুধু নির্মল আনন্দ। কিছু মানুষ দুটি দলে ভাগ হয়ে খেলে। প্রতিযোগীরা বেশ মোটা ও লম্বা একটি দড়ির দুই দিকে শক্ত মুঠোতে ধরে পেশিশক্তি দিয়ে সজোরে নিজেদের দিকে টানতে থাকে। দর্শকরা নিজেদের পছন্দের দলকে সমর্থন জুগিয়ে থাকে। এতে খেলার পরিবেশ আরো আনন্দময় হয়ে ওঠে। দুই দলের মাঝখানে দাগ দেওয়া থাকে। টেনে এনে প্রতিপক্ষকে সেই দাগ অতিক্রম করাতে পারলেই জয়।
খেলাটির জন্ম কোন দেশে, তা সঠিকভাবে জানা যায় না। তবে প্রাচীন মিসর, গ্রিস, ভারত, চীন, কম্বোডিয়ায় এর চল ছিল। ১৯০০ থেকে ১৯২০ সাল পর্যন্ত অলিম্পিকেও ছিল এই খেলা। ‘টাগ অব ওয়ার ইন্টারন্যাশনাল ফেডারেশন’১৯৬০ সালে গঠিত হয়। বিশ্বব্যাপী খেলাটিকে জনপ্রিয় তোলার ক্ষেত্রে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আজ ১৯ ফেব্রুয়ারি, ইন্টারন্যাশনাল টাগ অব ওয়ার ডে বা আন্তর্জাতিক দড়ি-টানাটানি প্রতিযোগিতা দিবস। দিবসটি কবে কীভাবে শুরু হয়েছিল, তাও স্পষ্ট নয়। বিভিন্নভাবেই উদ্যাপন করতে পারেন আজকের দিন।
পাড়া-মহল্লায় এই খেলার আয়োজন করা যায়। কিংবা স্বল্প পরিসরে পরিবারের মানুষদের নিয়েও খেলতে পারেন। তাতে ভালোই লাগবে, ভালোই যাবে দিনটা। বেশিরভাগ সংস্কৃতিতে শক্তির প্রতিযোগিতা হিসেবে এই খেলাকে মূল্যায়ন করা হয়।
সূত্র: ডেসঅবদ্যইয়ার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।