আজ তিন দফা জানাযার পর চট্টগ্রামে এমপি বাদলের দাফন

বাদল এমপিজুমবাংলা ডেস্ক: বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের কার্যকরী সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন খান বাদল এমপি’র প্রথম নামাজে জানাযা আজ সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

দুপুরে হেলিকপ্টার যোগে তার মরদেহ চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়া হবে এবং বাদ জোহর বন্দর নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

পরে বাদ আসর তার নিজ নির্বাচনী এলাকা বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে তৃতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ও জাতীয় নেতা মঈন উদ্দিন খান বাদল এমপি গতকাল বৃহস্পতিবার ভারতের বেঙ্গালুরু’তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহে…রাজেউন)। গতকাল রাত সাড়ে ৮ টায় বেঙ্গালুরু থেকে তার মরদেহ এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়।
Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *