ধর্ম ডেস্ক : পবিত্র বড়দিন আজ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই দিনে খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট ফিলিস্তিনের বেথেলহেম শহরে জন্মগ্রহণ করেন।
এ দিনে যীশু ভক্তদের প্রত্যাশা, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করবে তার আদর্শ। দিনটিকে ঘিরে সারা বিশ্বের মত বাংলাদেশেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
দুই হাজারের বছরেরও আগে এই দিনে বেথেলহেমে পবিত্র আত্মার প্রভাবে মা মেরির গর্ভে জন্ম নিয়েছিলেন যীশু খ্রিষ্ট। যিনি গরীব- দুঃখী ও নির্যাতিত মানুষের জীবনে শান্তিস্থাপন এবং সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় চেষ্টা করেছেন। আর তাই এই দিনটি ইতিহাসে স্থান পেয়েছে বড়দিন কিংবা ক্রিসমাস হিসেবে।
সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। খ্রিষ্টান ধর্মের অনুসারীরা বিভিন্ন রীতি মেনে ধর্মযাজকের কাছে নিজেদের পাপ স্বীকার করেন।
খ্রিষ্ট ধর্মমতে, শীতের রাতে গোয়াল ঘরে জন্ম নিয়েছেন যীশু। এজন্য প্রতীকী গোশালা নির্মাণ এ দিনের বিশেষ আয়োজনের অন্যতম।
যীশু খ্রিষ্ট পৃথিবীতে এসেছিলেন শান্তি প্রতিষ্ঠায়। তাই ভক্তদের প্রত্যাশা, শান্তির বার্তা নিয়ে এই দিনটি যেনো মানবজীবনে ফিরে আসে বারবার।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel