Advertisement
স্পোর্টস ডেস্ক : প্রীতি ম্যাচে আজ নামছে আরেক লাতিন পরাশক্তি ব্রাজিল। সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় সেনেগালের মুখোমুখি হবে সেলেসাওরা।
আন্তর্জাতিক ফুটবলে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দুদল। এ ম্যাচ দিয়ে ব্রাজিল জার্সিতে শততম ম্যাচের ল্যান্ডমার্ক ছোঁয়ার অপেক্ষায় নেইমার।
কোপা আমেরিকা শিরোপা পুনরুদ্ধারের পর সময়টা ভালো যাচ্ছেনা সেলেসাওদের। শেষ দুই ম্যাচেই জয় অধরা তিতের দলের। কলম্বিয়ার সাথে ড্রয়ের পর হেরেছে পেরুর বিপক্ষে।
বিপরীতে শেষ দশ ম্যাচের আটটিতেই জিতেছে সেনেগাল। যদিও আলজেরিয়ার কাছে ফাইনালে হেরে আফ্রিকা কাপ অব নেশন্সের শিরোপা হাতছাড়া করেছিলো সাদিও মানের দল।
ইনজুরিমুক্ত স্কোয়াড থাকায় সেরা একাদশ নিয়ে নামতে পারে দুদলই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।