আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ সোমবার (২০ অক্টোবর) সেনাবাহিনীসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রস্তুতিমূলক বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল (রোববার) রাতে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন।
ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত আমন্ত্রণপত্র অনুযায়ী, বৈঠকে ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা কৌশল এবং প্রাক-প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
সভায় অংশ নিতে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের মধ্যে রয়েছেন—
সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি এবং র্যাবের মহাপরিচালক, পাশাপাশি এসবি ও সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক।
বৈঠকে ইসির চিহ্নিত একডজন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
* ভোটগ্রহণ কর্মকর্তা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা।
* নির্বাচনি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষা।
* আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর কর্মকাণ্ডে সমন্বয় সাধন।
* অবৈধ অস্ত্র ব্যবহার রোধ ও নিয়ন্ত্রণ।
* নির্বাচনে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নিরাপত্তা সহযোগিতা।
* কৃত্রিম প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধে কৌশল নির্ধারণ।
* নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার্থে সশস্ত্র বাহিনীর মোতায়েন পরিকল্পনা।
* পার্বত্য/দূর্গম এলাকায় নির্বাচনি দ্রব্যাদি পরিবহন ও ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য হেলিকপ্টার সহায়তা প্রদান।
ইসি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে সকল প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে এবং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।