আজও কলকাতার একাদশে জায়গা হয়নি লিটনের

স্পোর্টস ডেস্ক: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের পঞ্চম ম্যাচে আজ নেমেছে কলকাতা নাইট রাইডার্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআরের আজকের প্রতিপক্ষ স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ানস। টসে জিতে কলকাতাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসের আজকের অধিনায়ক সূর্যকুমার যাদব।

আয়ার‌ল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে নাইট রাইডার্সের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের তারকা ব্যাটার লিটন কুমার দাস। লিটন দলে যোগ দেওয়ার পর দ্বিতীয়বারের মতো মাঠে নেমেছে কলকাতা। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটি লিটন দেখেছেন বেঞ্চে বসেই। আজও সাইডবেঞ্চেই জায়গা হলো তার। ওপেনিংয়ে বিদেশি ক্রিকেটার হিসেবে খেলছেন আফগানিস্তানের রাহমানুল্লাহ গুরবাজই। দলের অন্য তিন বিদেশি ক্রিকেটার হলেন – আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও লোকি ফার্গুসন।

একনজরে কলকাতা একাদশ

রাহমানুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আয়ার, নারায়ণ জাগাদিশান, নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লোকি ফার্গুসন ও বরুণ চক্রবর্তী।

কোন সম্পদ নেই আশরাফ হাকিমির, পুরোটাই মায়ের নামে