আন্তর্জাতিক ডেস্ক : চরম বিতর্কিত নাগরিকত্ব সংশোধন বিল-সিএবি’ পাস হওয়ার দিন থেকেই বিক্ষোভে পুড়ছে গোটা ভারত। প্রথমে উত্তর-পূর্ব রাজ্য আসাম ও ত্রিপুরায় প্রতিবাদ হলেও এখন তা ছড়িয়ে গেছে অন্যান্য রাজ্যেও।
আসাম, ত্রিপুরা ও মেঘালয়ে কারফিউ ভেঙে মানুষ যখন রাস্তায় নেমে আসে তখন পশ্চিমবঙ্গেও সিএবি-এনআরসি প্রতিরোধের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর রাজধানী দিল্লিও প্রতিরোধের ডাক দেয়। এরপর একে একে পঞ্জাব, ছত্তীসগঢ়, কেরলের পরে আজ মধ্যপ্রদেশও একই ঘোষণা দিয়েছে।
এ আইনের প্রতিবাদে শুক্র ও শনিবার আগুন জ্বলেছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে। একাধিক ট্রেনে আগুনও ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। তবে ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করলে ছেড়ে কথা বলা হবে না। শান্তিতে আন্দোলনের আহ্বান জানান তিনি। শুক্র ও শনির সেই ঘাতক রূপ না থাকলেও রবিবারও দিকেদিকে পথ অবরোধে নাজেহাল সাধারণ মানুষ।
রবিবার সকালে মুরারই হিয়াতননগরে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয় দীর্ঘক্ষণ। একই ঘটনা ঘটে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জেও। সেখানেও টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয় সাধারণ মানুষকে। বীরভূমের জাতীয় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখানো হয় উত্তর ২৪ পরগনারও বিভিন্ন জায়গায়। অপরদিকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তৃণমূল ও কংগ্রেসের পক্ষ থেকেও মিছিল করা হচ্ছে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে।
শুধু তাই নয়, রবিবারও শিয়ালদহ, হাওড়া ও কলকাতা স্টেশন থেকে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। জানা গিয়েছে, রবিবারের হাওড়া দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস, হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া কাটিয়ার এক্সপ্রেস, আজিমগঞ্জ হাওড়া এক্সপ্রেস, শিয়ালদহ সহর্ষ হাটেবাজারে এক্সপ্রেস, কলকাতা গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেস, শিয়ালদহ পুরী দুরন্ত এক্সপ্রেস, হাওড়া আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস, কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেসের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেনগুলি বাতিল করা হয়েছে। আগাম ঘোষণা ছাড়া এভাবে ট্রেন বাতিল হওয়ায় বেজায় ভোগান্তির শিকার যাত্রীরা।
তবে শুধু যে দুরপাল্লার ট্রেন যেমন বাতিল হচ্ছে তা নয়, তেমনই লোকাল ট্রেন চলাচলও থমকে গিয়েছে। অনেক ট্রেনই পরিস্থিতি অনুযায়ী চালানো হচ্ছে। শুক্রবার উলুবেরিয়া, বেলেডাঙ্গা আর শনিবার কৃষ্ণপুর-লালগোলায় ট্রেনে আগুন, ভাঙচুর, অবরোধের ঘটনায় শিউরে ওঠে রাজ্যবাসী।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.