স্পোর্টস ডেস্ক: বৃষ্টির বাধায় ভেস্তে গেছে আইপিএলের ১৬তম আসরের প্রথম দিনের ফাইনাল ম্যাচ। বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। আজ রিজার্ভ ডে’তে খেলা হওয়ার কথা রয়েছে। তবে এই রিজার্ভ ডে’তেও যদি বৃষ্টি হানা দেয় তাহলে কোন দল হবে চ্যাম্পিয়ন, এমন প্রশ্ন এখন ক্রিকেট ভক্তদের মনে।
রবিবার (২৮ মে) ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে যায়। তাই রিজার্ভ ডে অর্থাৎ সোমবার (২৯ মে) বাংলাদেশ সময় রাত ৮ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
তবে বৃষ্টিবাধায় রিজার্ভ ডে-তেও খেলা না হলে আইপিএলের ১৬তম আসরের চ্যাম্পিয়ন হবে গুজরাট টাইটান্স। সেক্ষেত্রে কপাল পুড়বে ধোনির চেন্নাইয়ের। রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হবে তাদের।
রবিবার (২৮ মে) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিপুল পরিমাণ দর্শক সমাগম ঘটেছিল। দর্শকদের জন্য দুঃসংবাদ হলো, আজ সোমবারও আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা আছে। ম্যাচের ফলাফল হাতে গেলে দুই দলকে অন্তত ৫ ওভার করে খেলতে হবে। অর্থাৎ মোট ১০ ওভারের খেলা হতেই হবে।
যদি বৃষ্টির কারণে রিজার্ভ ডেও ভেস্তে যায়, তাহলেও আইপিএল চ্যাম্পিয়ন পাওয়া যাবে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকায় টানা দ্বিতীয়বারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হবে হার্দিক পান্ডিয়ার দল। ১৪ ম্যাচে ১০ জয়ে তাদের পয়েন্ট ২০। আর ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে চেন্নাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।