জুমবাংলা ডেস্ক : আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আজকের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দেশের সাতটি জেলায় আজ সন্ধ্যার মধ্যে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ঝড়ের সতর্কতা
আজকের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে।
বৃষ্টির সম্ভাবনা
সেইসঙ্গে আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে। ঝড়ের কারণে এসব জেলার নদীবন্দরগুলোকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সতর্ক সংকেত
আবহাওয়া অফিস এসব জেলার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে। পূর্বাভাস অনুসারে, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সতর্কতা বলবৎ থাকবে।
আরও পড়ুন: দেশের শীর্ষ আলেম আল্লামা সুলতান যওক নদভী আর নেই
সার্বিকভাবে আজকের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলায় সন্ধ্যার মধ্যে ঝড় ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং এক নম্বর সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।