বিশ্বকাপ বাছাইপর্বে জিবুতির বিপক্ষে জয় নিশ্চিত করে আফ্রিকা অঞ্চলের ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে মিসর। এর ফলে আট বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছে মোহাম্মদ সালাহ ও তার দল।
কাসাব্লাংকায় অনুষ্ঠিত ম্যাচে মিসর ৩-০ গোলে জিবুতিকে হারায়। এই জয়ে বড় ভূমিকা রাখেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ, যিনি জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন।
এ পর্যন্ত বিশ্বকাপ বাছাইপর্বে ৯ ম্যাচে ২৩ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ শীর্ষে রয়েছে মিসর। যদিও তাদের এক ম্যাচ এখনো বাকি, তবুও নিশ্চিত হয়ে গেছে তাদের বিশ্বকাপে খেলার যোগ্যতা।
বাছাইপর্বে ৯টি গোল করে সালাহ আফ্রিকা অঞ্চলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে শীর্ষে রয়েছেন।
এবার মিসর চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিল। এর আগে তারা অংশ নিয়েছিল ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ সালের বিশ্বকাপে। গত আসরে অনুপস্থিত থাকলেও এবার তারা ফিরছে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে।
২০২৬ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা মিসর এখন পর্যন্ত ১৯তম দল। ৪৮ দলের এই বিশ্বকাপে বাকি রয়েছে আরও ২৭টি দলের জায়গা।
এখন পর্যন্ত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী দলগুলো হলো
স্বাগতিক: কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র
দক্ষিণ আমেরিকা: আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে
এশিয়া: অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান
আফ্রিকা: মরক্কো, তিউনিসিয়া, মিসর
ওশেনিয়া: নিউজিল্যান্ড
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।