বিনোদন ডেস্ক : একতা কাপুরের প্রযোজনায় রিয়ালিটি শো ‘লক আপ’-এ উপস্থাপক পরিচয়ে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হওয়ার কথা ছিল কঙ্গনা রানাওয়াতের। ২৭ ফেব্রুয়ারি এমএক্স প্লেয়ার ও অল্ট বালাজি প্ল্যাটফর্মে প্রচার শুরু হওয়ার কথা ছিল শোটির। গতকাল জানা গেল, আইডিয়া চুরির অভিযোগে রিয়ালিটি শোটির ওপর স্থগিতাদেশ জারি করেছেন হায়দরাবাদের আদালত। আইনি জটিলতার মুখে পড়ে বদলে গেল শোটির প্রচারণার ট্যাগলাইন।
এত দিন বিজ্ঞাপনে বলা হতো, ’২৭ ফেব্রুয়ারি থেকে দেখুন’, এখন বলা হচ্ছে, ‘শিগগিরই আসছে’।
সানোবার বেইজ নামের এক ব্যক্তি ‘লক আপ’ শোটির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। তাঁর বক্তব্য ছিল, এই শোর পরিকল্পনা তাঁদের আগে থেকেই ছিল। এবং সেই শো-টির জন্য তিনি এবং তাঁর সহকর্মীরা দীর্ঘদিন ধরে কাজ করছেন। লকডাউনের জন্য সেই কাজ সম্পন্ন হয়নি। কিন্তু এই শোর পরিকল্পনা তাঁদের করোনাকালের আগে থেকেই। তার সপক্ষে তাঁদের হাতে প্রমাণ রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
এর পরেই হায়দরাবাদের আদালত ‘লক আপ’-এর ওপর স্থগিতাদেশ জারি করেন। একতা কাপুরের প্রযোজনা সংস্থা, ওটিটি মাধ্যম এবং সহযোগী সংস্থাদের জানানো হয়েছে, আপাতত যেন এই শোটি দেখানো না হয়।
সানোবার জানিয়েছেন, তাঁরা ‘দ্য জেল’ নামে এই একই পরিকল্পনার শো তৈরি করছেন। অনেক দূর এগিয়েও গেছেন। তাঁর অভিযোগ, একতা কাপুরের শো তাঁদের শোর ধারণাটি থেকেই তৈরি। বিষয়টি আপাতত আদালতের বিচারাধীন। আদালতের ওপরই নির্ভর করছে কঙ্গনা রানাওয়াতের ‘ওটিটি’ ভবিষ্যৎ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।