Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : মহামারি রোধে বিধিনিষেধের কারণে বিভিন্ন দেশে আটকেপড়া প্রবাসীদের নিরাপদে ফিরে আসা নিশ্চিত করতে আগামী ৩১ জুলাই পর্যন্ত মেয়াদ বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
দেশটির সংবাদ সংস্থা এসপিএর বরাতে সিয়াসাত ডেইলি এমন খবর দিয়েছে।
পাসপোর্ট পরিদপ্তর (জাওয়াজাত) বিনামূল্যে ইকামা, বহির্গমন ও পুনঃপ্রবেশের মেয়াদ বাড়াতে শুরু করেছে। পাশাপাশি প্রবাসীদের ভ্রমণ ভিসার মেয়াদও বাড়ানো হবে। অর্থমন্ত্রণালয় থেকে এই ভিসা ইস্যু করা হয়।
নাগরিক ও অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নাগরিকদের ওপর অর্থনৈতিক ক্ষতিকর প্রভাব কমিয়ে আনতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় তথ্য কেন্দ্রের সহায়তায় স্বয়ংক্রিয়ভাবে ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানো হবে। এতে পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয়ের কোনো পর্যালোচনার দরকার পড়বে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।