জুমবাংলা ডেস্ক : ভারত থেকে আমদানি করা ২৯ হাজার ৯৮০ কেজি মহিষের মাংস নিলামে উঠেছে। রাজশাহীর প্রতিষ্ঠান শাহ মখদুম ট্রেডার্স এটির সর্বোচ্চ দর দিয়েছে ৪ লাখ টাকা।
চট্টগ্রাম কাস্টম হাউস সোমবার এ নিলামের আয়োজন করে। এতে অর্ধশতাধিক বিডার (নিলামকারী) অংশ নেন।
৪০ ফুট দীর্ঘ রেফার (শীতাতপ নিয়ন্ত্রিত) কনটেইনারে আমদানি করা এই মাংসের নিলামের জন্য সংরক্ষিত মূল্য ধরা হয়েছিল ২ কোটি ৪৪ লাখ ৮৪ হাজার ৩৯৩ টাকা। ৪ লাখ টাকায় মাংসগুলো বিক্রি করা হবে কি না, এ বিষয়ে ২-৩ দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে কাস্টমসের নিলাম কমিটি।
নিলামে অংশগ্রহণকারী বিডারদের সরেজমিন কনটেইনারভর্তি মাংস দেখার সুযোগ দেওয়া হয় রোববার। পরে নিলামে অংশ নেন তারা।
নিলামকাজ পরিচালনা করে কাস্টম হাউস অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠান কেএম করপোরেশন।
কাস্টম হাউসের ডেপুটি কমিশনার আবদুল হান্নান বলেন, পচনশীল পণ্য দ্রুত নিলাম দেওয়ার অংশ হিসেবে মহিষের মাংস নিলামের উদ্যোগ নেওয়া হয়েছে। মহিষের মাংসের নিলামে সর্বোচ্চ দর উঠেছে ৪ লাখ টাকা।
কাস্টম হাউসের কমিশনারের সঙ্গে আলাপ করে এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানান আবদুল হান্নান। তিনি বলেন, এটি সফল হলে পর্যায়ক্রমে আপেলসহ বেশকিছু খাদ্যপণ্যের প্রকাশ্য নিলাম দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সূত্র জানায়, ডলারের বিনিময়ে বিভিন্ন দেশ থেকে আমদানি করা হিমায়িত মাংস, মাছ, শুঁটকি, পেঁয়াজ, আপেল, আঙুর, কমলা, শিশুখাদ্য, মালটাসহ বিভিন্ন ধরনের পণ্য বন্দরে আসার পর নানা কারণে খালাস করেন না সংশ্লিষ্টরা। এক পণ্যের ঘোষণায় অন্য পণ্য আমদানি, পণ্যের ওজন কম ঘোষণা করে বেশি পণ্য আমদানি, জালিয়াতি ধরা পড়ার আশঙ্কা, জরিমানার ভয়, আমদানি করা পণ্যের বাজারমূল্য কমে যাওয়ায় লোকসানের শঙ্কা, শুল্ককর নিয়ে জটিলতাসহ নানা কারণে মাসের পর মাস কিছু পণ্য পড়ে থাকে বন্দরে। এ ধরনের পণ্য পরে নিলামে তোলে কাস্টমস কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।