আমাদের চারপাশের জিনিসগুলো আসলে কেমন? প্রতিনিয়ত দেখি, কিন্তু সেভাবে খেয়াল করি না। যেমন এক ফোঁটা পানি বা এক মুঠো মাটি কিংবা আমাদের শরীরের কোষের কথাও বলতে পারেন। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কেমন দেখাবে এই চির পরিচিত জিনিসগুলো? ‘দ্য নিকন স্মল ওয়ার্ল্ড ফটোমাইক্রোগ্রাফি প্রতিযোগিতা’টি হয় ঠিক এ ধরনের ছবি ঘিরে। বিশ্বের নানা প্রান্তের পেশাদার ও শখের বিজ্ঞানীরা মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণযন্ত্রের সাহায্যে তোলা মাইক্রোস্কোপিক ছবি জমা দেন। প্রতি বছরের মতো এবারও সেরা ২০টি মাইক্রোস্কোপিক ছবি প্রকাশ করেছেন আয়োজকেরা।
ছত্রাকের জঞ্জাল
কালো ট্রাফল (Tuber melanosporum) নামে খুব দামি একধরনের ছত্রাক আছে পৃথিবীতে। এ ছবিতে সেই কালো ট্রাফলের ছোট অংশ দেখা যাচ্ছে। একে বলে স্পোর। ছবিটি ৬৩ গুণ বড় করে তোলা হয়েছে। চেক রিপাবলিকের চার্লস ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব এক্সপেরিমেন্টাল প্ল্যান্ট বায়োলজির গবেষক জ্যান মার্টিন ছবিটি তুলেছেন।
কদমফুলের জাল
এটা জালই বটে। তবে মাকড়সার জাল। জালে আটকে আছে কিছু পরাগরেণু। ছবিটা জার্মানির একটা বাগান থেকে তুলেছেন জন-আলিভার ডাম। মূল ছবিকে ২০ গুণ বড় করে দেখানো হয়েছে এখানে।
ইঁদুরের মস্তিষ্কের নিউরন
একটা প্রাপ্তবয়স্ক ইঁদুরের মস্তিষ্কে স্ট্রাইটাম থেকে ডেনড্রাইটিক মেরুদণ্ডে আচ্ছাদিত নিউরনের ৬০ গুণ ম্যাগনিফায়েড বা বিবর্ধিত ছবি এটি।
নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটনের স্কুল অব বায়োলজিক্যাল সায়েন্সেসের বিজ্ঞানী স্টেফানি হুয়াং ছবিটি তুলেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।