
স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা কেটেছে। এ ব্যাপারে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান সফরে যাচ্ছে তাদের দল। যদিও খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক রয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে মঙ্গলবারই পাকিস্তান সফরের জন্য অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেট সচিব মোহন ডি সিলভা, “প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। সফর হবে আমরা সেই পরিকল্পনাই করছি।”
উল্লেখ্য, ২০০৯ সালে পাকিস্তানে সফররত শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসের ওপর সন্ত্রাসী হামলা হয়েছিল। তাতে ছয়জন ক্রিকেটার আহত হয়েছিলেন। প্রাণ হারিয়েছিল ছয়জন পাকিস্তান পুলিশ ও দুইজন সাধারণ নাগরিক। এরপর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ কমই হয়েছে। ২০১৭ সালের অক্টোবরে লাহোরে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে গিয়েছিল শ্রীলঙ্কা।
সীমিত ওভারের ছয়টি ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা শ্রীলঙ্কার। স্বাগতিকদের সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। নিরাপত্তার অজুহাতে লঙ্কা দলের এই সফর নিয়ে অনিশ্চয়তার খবর শোনা যাচ্ছিল।
পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর কোনো সন্ত্রাসী হামলার আগাম কোনো বার্তা নেই। যদি হয় তাহলে পাল্টা দেওয়ার জন্য তৈরি তারা।
অবশ্য, নিরাপত্তার কারণ দেখিয়ে সফর থেকে দলের ১০ জন সিনিয়র ক্রিকেটার এরই মধ্যে নাম প্রত্যাহার করে নিয়েছেন। তাদের বাদ দিয়েই তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচের জন্য দুটো দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা বোর্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



