বিনোদন ডেস্ক : স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল। অভিমানে আ*ত্মহ*ত্যার পথ বেছে নিয়েছিলেন স্বামী। তার পরেই উঠে গিয়েছিলেন হোটেলের ছাদে। সেটা ছিল রবিবার। প্রায় ১৭ ঘণ্টা পর অবশেষে সোমবার তাঁকে নামিয়ে আনে পুলিশ। ভারতের নয়াদিল্লির একটি হোটেলে এই ঘটনা ঘটিয়েছে আরমান মালিক নামের ওই টিকটক স্টার।
৩১ বছরের আরমান, স্ত্রী কৃতিকা বাসেরার সঙ্গে রবিবার দুপুরে দিল্লির হরিনগরের একটি হোটেলে উঠেছিলেন। সেখানে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় তাঁর। তার পর ওই দিন বিকাল চারটে নাগাদ তিনি উঠে যান হোটেলের ছাদে। সেখানে গিয়ে টিকটক ভিডিও করেন। প্রথম ভিডিওতে, তাঁর প্রথম স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনেন। সেখানে প্রথম বিবাহ বিচ্ছেদ নিয়েও বলেছেন ওই টিকটক স্টার। আর দ্বিতীয় ভিডিওতে, আ*ত্মহ*ত্যা করার কথা জানিয়েছিলেন তিনি।
তাঁকে ছাদে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ ও দমকলে খবর দেওয়া হয় হোটেল কর্তৃপক্ষের তরফে। তার পর থেকে তাঁকে নামিয়ে আনার চেষ্টা করেন দমকল কর্মীরা। কিন্তু আরমান নেমে আসতে রাজি নন। প্রায় ১৭ ঘণ্টা পর সোমবার সকালে নেমে আসতে রাজি হন তিনি। জানা গিয়েছে, ওই দম্পতি আমদাবাদ থেকে দিল্লি এসেছিলেন। গত বছর এই হোটেলেই কৃতিকাকে বিয়ে করেছিলেন আরমান। বর্তমানে আরমানের টিকটকে ফলোয়ার সংখ্যা প্রায় ৫০ লাখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।