আন্তর্জাতিক ডেস্ক: জুরাসিক যুগে বাস করা ডাইনোসরের প্রজাতি ডিপ্লোডোকাসকে ধরা হয় ইতিহাসের অন্যতম নিরামিষাশী প্রাণী। তবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ২০ কোটি বছর আগে বিদ্যমান থাকা ডিপ্লোডোকাসের পূর্বপুরুষরা মাংসাশী হয়ে থাকতে পারে।
পৃথিবীতে বিচরণ করা প্রথম দিকের কিছু ডাইনোসরের দাঁত নিয়ে গবেষণা শেষে বিজ্ঞানীরা এই তথ্য জানিয়েছেন। সায়েন্স অ্যাডভান্সেস সাময়িকীতে এই গবেষণা প্রকাশিত হয়।
ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকদলের প্রধান অ্যান্তোনিও ব্যালেল মায়োরাল বলেন, ট্রায়াসিক যুগে যদিও সর্বভুক, তৃণভোজী, মাংসাশীসহ সব ধরনের প্রাণী বিদ্যমান ছিল, তবে তাদের পূর্বসূরিরা একই খাবার গ্রহণ করেছে, তা বলা যাবে না। তিনি আরো বলেন, দুটি প্রধান নিরামিষাশী ডাইনোসর বংশের প্রথম দিকের সদস্যরা শুধু তৃণভোজী ছিল না।
গবেষকরা আদি যুগের ১১টি ডাইনোসরের দাঁত বিশ্লেষণ করেন, যেখানে ডাইনোসরের লম্বা গলা বিশিষ্ট পূর্বপুরুষ এনজুয়েভু ইন্টলোকো এবং পাখির মতো দেখতে লেসেথোসাউরাস ডায়াগনোসটিকাসের দাঁতও ছিল। দুই প্রজাতিই পৃথিবীতে ২০ কোটি বছর আগে বিদ্যমান ছিল।
প্রধান গবেষক মায়োরাল বলেন, দাঁত দিয়েই কোনো খাদ্য চিবিয়ে খায় প্রাণী। তাই খাদ্যাভ্যাস সম্পর্কে তথ্য পেতে দাঁত একটি ভালো সূত্র।
দাঁতের আকৃতি এবং কার্যকারিতা দেখার পাশাপাশি গবেষকরা কম্পিউটারে মডেল তৈরি করে কামড়ানোর সময় ডাইনোসর কোন দাঁতে বেশি চাপ দিত, সেটাও অনুমানের চেষ্টা করেছেন।
সূত্র : দ্য গার্ডিয়ান, ব্রিস্টল ডট এসি ডট ইউকে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।