বিনোদন ডেস্ক: মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরাম মিরপুর টাউনহলের জায়গাতেই আধুনিক নাট্যমঞ্চ নির্মাণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে।
সম্প্রতি হওয়া এই অবস্থান কর্মসূচিতে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ বাক্য পাঠ করে সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। শপথ বাক্য পাঠ করান নাট্যকার, অভিনেতা ও নাট্য নির্দেশক মামুনুর রশীদ।
শপথে বলা হয়, যতদিন পর্যন্ত মিরপুর ১০ নম্বর গোলচত্বরে অবস্থিত ঐতিহ্যবাহী মিরপুর টাউন হলের স্থানে একটি আধুনিক নাট্যমঞ্চ নির্মিত না হয়, ততদিন পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখা হবে। আধুনিক নাট্যমঞ্চের অবকাঠামো নির্মিত না হওয়া পর্যন্ত কোনো প্রকার আপোষ করা হবেনা। এসময় মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরামের সকল কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হন তারা।
অবস্থান কর্মসূচি পরবর্তী পথ যাত্রার উপস্থিত ছিলেন নাট্যজন মামুনুর রশিদ, আবৃত্তিশিল্পী মাসকুর-এ-সাত্তার কল্লোল, অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী, সমু চৌধুরী, কাজী আনিসুল হক বরুন, কাজী দেলোয়ার হেমন্ত , শুভাশিস ভৌমিক,আরিফুর রহমান আপেল, অভিনয়শিল্পী ও নাট্যকার আসাদুল্লাহ আসাদ, আক্তারুজ্জামান কিরণ, তোসাদ্দেক হোসেন মান্না, গণসঙ্গীত সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মিজানুর রহমান, শিশু সংগঠক আশিকুর রহমান ভুলু, মো. সিদ্দিকুর রহমান, নাট্য সংগঠক শহিদুল শ্যানন, সগীর মোস্তফা, রেজাউল করিম রেজা, মনজুরুল আলম সিদ্দিকী ,মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরাম এর সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক মাহাবুব আলম শাহীন সহ মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরামের তালিকাভুক্ত সকল দলীয় প্রধান এবং দলীয় কর্মী, মিরপুর মিডিয়া ক্লাব, মিরপুর মিউজিক এসোসিয়েশন এর মেম্বারসহ মিরপুরের সামাজিক সাংস্কৃতিক ও প্রগতিশীল সংগঠনের সদস্যসহ সকল সংস্কৃতি কর্মী উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।