স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফাইনাল খেলা সব ফুটবলারেরই স্বপ্ন। শুধু খেলোয়াড়দেরই নয়, রেফারিরাও স্বপ্ন দেখেন বিশ্বকাপ ফাইনালে দায়িত্ব পালনের। রবিবার অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা-ফ্রান্সের মধ্যকার ফাইনালে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন পোল্যান্ডের ৪১ বছর বয়সী সিমন মার্চিনিয়াক। ২০১১ সালে তিনি ফিফার তালিকাভুক্ত রেফারি হয়েছিলেন।
এবারই প্রথম দায়িত্ব পেলেন বিশ্বকাপ ফাইনাল পরিচালনার।
বাংলাদেশ সময় রবিবার রাত ৯টায় শুরু হবে বিশ্বকাপ ফাইনাল। মার্চিনিয়াকের কাছে বিশ্বকাপের ফাইনালে রেফারির দায়িত্ব পালন করা চ্যাম্পিয়ন হওয়ার মতোই, ‘বিষয়টি বেশ ভালো লাগছে। শৈশব থেকে এটা আমার স্বপ্ন ছিল। একজন তরুণ ফুটবলার হিসেবে আমি ফাইনালে খেলার স্বপ্ন দেখতাম। এখন আমাকে রেফারি হিসেবে ফাইনালে দায়িত্ব পালন করতে হবে। বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করা আমার কাছে চ্যাম্পিয়ন হওয়ার মতো। ’
চলতি আসরের গ্রুপ পর্বে ফ্রান্স-ডেনমার্ক এবং শেষ ষোলোতে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ পরিচালনা করেছেন মার্চিনিয়াক। এবার আর্জেন্টিনা ও ফ্রান্স নিজেদের তৃতীয় শিরোপা ঘরে তোলার জন্য লড়বে। মার্চিনিয়াক জানেন এই ম্যাচের গুরুত্ব, ‘দারুণ একটি ম্যাচের প্রত্যাশা করছি। আর্জেন্টিনা ও ফ্রান্স দলে বড় তারকারা রয়েছে, যারা যেকোনো সময় অসাধারণ কিছু করে ফেলতে সক্ষম। তাই আমাকে ম্যাচের প্রতিটি সেকেন্ডে মনোযোগী থাকতে হবে, মনোযোগ হারানো যাবে না। ’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।