স্পোর্টস ডেস্ক: টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ খেলতে কাতারে পা রেখেছিল আর্জেন্টিনা। অন্যতম পরিপূর্ণ একটি স্কোয়াড তাদের, স্বাভাবিকভাবে ব্রাজিলের সঙ্গে তাদের সঙ্গেও লেগে যায় ফেভারিট মর্যাদা।
কিন্তু লিওনেল স্কালোনি ও তার খেলোয়াড়দের কাঁধে অনেক প্রত্যাশা চাপে পরিণত হয়েছিল। এটাই যে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ, তিনি কি পারবেন তার জীবনের একমাত্র আক্ষেপ ঘুচাতে?
আর্জেন্টিনার ভক্তদের কাছে ফুটবল ধর্মের কাছাকাছি। আর বিশ্বকাপ এলে তো পুরো দেশ তাদের শেষ সেকেন্ড পর্যন্ত সমর্থন দিয়ে যায়। এত আবেগ, এত ভালোবাসা শেষ পর্যন্ত কান্না হয়ে ঝরেছে। কিন্তু এবার আর্জেন্টিনার হাতে শিরোপা দেখতে অন্যপথ ধরেছেন সমর্থকরা।
এই বিশ্বকাপে আর্জেন্টাইন ভক্তদের মাধ্যমে একটি শব্দ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে- আনুলো মুফা। মেসিদের ভাগ্য যেন সহায় হয়, সেজন্যই এই দুটি শব্দের ব্যবহার। কিন্তু এর মানে কী?
এই শব্দ তৈরি হয়েছে বিশ্বকাপ শুরুর আগে। আর্জেন্টিনার শাপ কাটাতে আর্জেন্টাইন ভক্তরা এটি তৈরি করেছেন। একই সঙ্গে দলকে খারাপ ফল বা বিদায় নেওয়া থেকে রক্ষা করতেও তারা এটি ব্যবহার করছেন।
মুফা মানে হলো দুর্ভাগ্য, এর আগে যোগ করা আনুলোর অর্থ বাতিল বা প্রত্যাহার। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এই শব্দের ব্যবহার শুরুতে কাজে আসেনি। মেসিরা সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে শুরু করে। মাথায় হাত পড়েছিল ভক্ত-সমর্থকদের।
কিন্তু আনুলো মুফা শব্দচয়ন ঠিকই করে গেছে আর্জেন্টিনা। তার ফল তো দেখতেই পাচ্ছেন তারা। ওই হারের পর ঘুরে দাঁড়িয়ে আলবিসেলেস্তেরা টানা পাঁচ ম্যাচ জিতেছে এবং স্কালোনির দল এখন ফাইনালে।
আর্জেন্টিনাকে যে শুধু ভাগ্য এতদূর এনে দিয়েছে, তা নয়। তাদের কঠোর পরিশ্রম ও দলের সামর্থ্য দিয়েই পৌঁছেছে ফাইনালে। কিন্তু আর্জেন্টাইন ভক্তরা সম্ভবত কোনও ঝুঁকি নিতে যাচ্ছে না, মানে আনুলো মুফা শব্দচয়ন এখনই বন্ধ করতে চায় না তারা। তাতে আবারও যদি ব্যর্থতার গল্প লিখতে হয়!
ফিরছেন বেনজেমা, আর্জেন্টিনার বিপক্ষে শিরোপার লড়াইয়ে দেখা যেতে পারে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।