আনুশকার মুখে বিরাট কোহলির নতুন যে নাম

কোহলি ও আনুশকা

বিনোদন ডেস্ক: চার বছর পর আইপিএলে সেঞ্চুরি পেলেন বিরাট কোহলি। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তার ইনিংসের প্রশংসা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
কোহলি ও আনুশকা
উচ্ছ্বাস গোপন করেননি কোহলির স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাও। কোহলির নতুন একটি নামও দিয়েছেন তিনি। সমাজমাধ্যমে কোহলির ইনিংসের প্রশংসা করে আনুশকা নিজের স্বামীকে ‘পটকা’ বলে সম্বোধন করেছেন।

লিখেছেন, ‘ও একটা পটকা। কী দুর্দান্ত ইনিংস।’ আইপিএলে আরসিবির প্রায় সব ম্যাচেই গ্যালারিতে থাকছেন আনুশকা।

এবারের আসরে রান পেলেও এর আগে শতরান পাননি কোহলি। আগের দুবছরও চেনা ছন্দে ছিলেন না। তাই এই শতরান কোহলির কাছে যেমন স্বস্তির তেমনি আনুশকার কাছেও।

আইপিএলে লজ্জার রেকর্ড বাটলারের