বিনোদন ডেস্ক : তারকাদের ব্যবহৃত জিনিষপত্র পোশাক ইত্যাদি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতুহল থাকে বেশি। অনেক সময় এই তারকাদের ব্যবহার করা জিনিসের দাম শুনে চোখ কপালে উঠে যায়। এর আগে রানী মুখার্জি, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর, দিশা পাটানিসহ একাধিক বলিউড তারকার ব্যাগ, জুতা বা পোশাকের দাম শুনে অবাক হয়েছেন।
এবার বলিউড অভিনেত্রী আনুশকার ব্যবহৃত ব্যাগের দাম হইচই ফেলে দিয়েছে ভারতীয় গণমাধ্যমে।
সম্প্রতি ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামকরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দিল্লিতে যান আনুশকা শর্মা এবং বিরাট কোহলি। দিল্লির অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মুম্বাই বিমানবন্দরে পৌঁছান বিরাট পত্নী আনুশকা শর্মা। সেই সময় তার হাতে শোভা পায় বারবেরির একটি ব্যাগ। ভারতীয় হিসাব অনুযায়ী ব্যাগটির দাম পড়েছে প্রায় ৯১ হাজার ৬৬২ রুপি। সূত্র: ইন্ডিয়া টিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।