
Advertisement
জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক গ্রামে বন্য হাতির আক্রমণে মানসিক প্রতিবন্ধী অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার ভোররাতে এই ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ইউপি মেম্বার মো. সোলায়মান।
বন বিভাগের ‘হাতি তাড়ানোর প্রকল্পে’র ৫নং ওয়ার্ডের দলনেতা আবু বক্কর বলেন, তিন বছর ধরে হাতির আক্রমণে অনেক লোক নিহত হয়েছে, অনেকের ঘরবাড়ি ভাংচুর করেছে, স্থানীয় অনেক লোক আহত হয়েছে। অথচ এতো কিছুর পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে নি।
আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে অজ্ঞাত এক মানসিক প্রতিবন্ধী নিহত হয়েছেন। আমরা লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।